রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট | আপডেট: ০৩:৫৩ অপরাহ্ণ, ১৪ আগস্ট ২০১৫, শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হিরাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর দুইটার দিকে পুকুরে পড়ে মারা যায় মারিয়া (৭) ও তার ভাই মাহিন (৪)। তারা ওই গ্রামের মনির গাজীর সন্তান।
মনির গাজীর চাচা আলাউদ্দিন গাজী জানান, দুপুরের দিকে মারিয়া তার ছোট ভাইকে মাহিনকে নিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুই শিশুর দেহ পুকুরের পানিতে ভেসে উঠলে আত্মীয়-স্বজনরা তাদের উদ্ধার করে। পরে আখাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur