Home / চাঁদপুর / গণভবন থেকে চাঁদপুরের চার উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
উপরে বাঁ থেকে বিএইচএম কবির আহমেদ, মো. মনির হোসেন, মো. কবির হোসেন, সেলিম মিয়া, হাবিবা ইসলাম সিফাত ও মো. রুহুল আমিন।

গণভবন থেকে চাঁদপুরের চার উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

চাঁদপুরের চার উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ ও ১টি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মনোনয়নপ্রাপ্তরা হলেন: মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদকে কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে মনোনয়ন পেয়েছে ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনির হোসেন, গোহাট উত্তর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মো. কবির হোসেন, মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে সেলিম মিয়া, সুলতানাবাদ ইউনিয়নে হাবিবা ইসলাম সিফাত, শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নে মো. রুহুল আমিন।

এদিকে জহিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আক্কাছ বাদল ও সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ স্বপনের মৃত্যু জনিত কারনে এই দু’টি ইউনিয়নের চেয়ারম্যানের পদ খালি হয়। তারই প্রেক্ষিতে আগামী ২০ অক্টোবর এখানে উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ কর হয়। তাই জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন গাজী সেলিম মিয়া এবং সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন এড. হাবিবা ইসলাম সিফাত।

জহিরাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন নৌকা প্রতীকের প্রার্থী সেলিম মিয়া ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার হোসেনের ভাই। অন্যদিকে সুলতানাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন নৌকা প্রতীকের প্রার্থী হাবিবা ইসলাম সিফাত ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মরহুম শফিকুল ইসলাম পাটোয়ারীর কন্যা।

আরও পড়ুন- মতলব উত্তরে ৫ ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট, ২১ সেপ্টেম্বর ২০২০