Home / জাতীয় / রাজনীতি / আওয়ামী লীগের নতুন কমিটিতে পদ পেলেন যারা
Awami_League_2

আওয়ামী লীগের নতুন কমিটিতে পদ পেলেন যারা

২০তম কাউন্সিলের শেষ অধিবেশনে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।

নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৈধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, খন্দকার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান। কোষাধ্যক্ষ হয়েছেন আশিকুর রহমান। শেখ হাসিনা এসব নাম প্রস্তাব করার পর সবাই অনুমোদন দেন।

কোষাধ্যক্ষ পদে পুনর্নির্বাচিত হয়েছেন এইচ এন আশিকুর রহমান।

দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করেন।

কাউন্সিল অধিবেশনে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য দলীয় সভাপতি শেখ হাসিনার ওপর দায়িত্ব অর্পণ করেন কাউন্সিলররা।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের কাজ শুরু করেন শেখ হাসিনা।

কাউন্সিল অধিবেশনের শুরুতেই সূচনা বক্তব্য দেন শেখ হাসিনা। এরপর থেকে বক্তব্য দেন ২৭ জন জেলা নেতা। দুপুর সোয়া ১টায় সোয়া এক ঘণ্টার মধ্যাহ্ন ভোজ বিরতি দেন প্রধানমন্ত্রী। মুলতবি অধিবেশনে বক্তব্য দেন আরো আট জেলার নেতা।

কাউন্সিল অধিবেশনে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর কাউন্সিলের মাধ্যমে আগামী তিন বছরের জন্য দলের নতুন নেতৃত্ব ঠিক করেন।

এর আগে গতকাল শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রানৈতিক দলের নেতারা এবং ১০টি দেশের ৫৫ জন বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৭:২০ পিএম, ২৩ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply