রাজনীতি

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন পেছালো

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন-তারিখ পেছানো হয়েছে। আগামী ১০ জুলাই সম্মেলনের সম্ভাব্য তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

গণভবনে রোববার রাতে কেন্দ্রীয় কার্যনির্বাহী বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এর আগে ২৮ মার্চ জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করে দলটি। তবে দুই দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন পড়ায় নির্ধারিত তারিখটি পরিবর্তন করে দলটি।

ছয় বছর পর বিএনপি কেন্দ্রীয় কাউন্সিল করার পরদিনই আওয়ামী লীগের সম্মেলন পেছানোর কথা জানানো হলো।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল চার বছর আগে ২০১২ সালে, ডিসেম্বরে। সে অনুযায়ী গত ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ ফুরোলেও কাউন্সিল করতে তিন মাস সময় নেয় দলটি।

গত ৯ জানুয়ারি কার্যনির্বাহী সংসদের এই বৈঠকে ২৮ মার্চ সম্মেলনের দিন ঠিক করেছিল আওয়ামী লীগ।

ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ২৯ মার্চ ত্রিবার্ষিক সম্মেলনের দিন ঠিক করার পর নির্বাচন কমিশন ইউপি ভোটের তফসিল ঘোষণা করে। কয়েক দফায় জুন মাস পর্যন্ত চলবে এই ভোট।

শেখ হাসিনা ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে এখন পর্যন্ত সপ্তমবারের মতো দলীয় সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।
গত সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে কোনো পরিবর্তন হয়নি। সে সময় দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সৈয়দ আশরাফুল ইসলাম।

||আপডেট: ১০:০৪ অপরাহ্ন, ২০ মার্চ ২০১৬, রোববার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share