চাঁদপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী ডা. দীপু মনির সমর্থনে মিছিল বের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আদালত প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভাযস্থলে এসে যোগ দেয়।
মিছিলের উপস্থিত ছিলেন অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড.আহসান হাবীব, অ্যাড. আব্দুল আলম মামুন, অ্যাড. শেখ জহিরুল ইসলাম, অ্যাড. সায়্যেদুল ইসলাম বাবু, অ্যাড. বদিউজ্জামান কিরণ, অ্যাড. রইচুর রহমান, অ্যাড. বদরুল আলম চৌদুরী, অ্যাড. মাহবুব আলম, অ্যাড. মোর্শেদ আলম তালুকদার বাবুল, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. বিশ্বজিত কর রানা, অ্যাড. উজ্জল হোসেনসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
২৭ ডিসেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur