বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষ থেকে চাঁদপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
২৩ জুন শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণকালে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নুর খান, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, উপ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সালাউদ্দিন, চাঁদপুর জেলা আওয়ামীলীগ সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ন কবির প্রধানিয়া, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক শিপ্রা দাস, সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পাটোয়ারী, সাবেক প্রচার সম্পাদক আবদুস সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন,পৌর আওয়ামীলীগ নেতা অ্যাড. সাইফুউদ্দিন বাবু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, জেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম বাদল,জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন, সহ-সভাপতি ইমরান খান শাওন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফ, আশেকে রাসুল জাওয়াদ, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ সাইফ হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে শ্রদ্ধাঞ্জলি দেয়ার পর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৩ জুন ২০২৩