বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটিতে স্থান পেলেন মতলবের কৃতি সন্তান সাব্বির মজুমদার। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৪ অক্টোবর অনুমোদন দেয়া হয় সাব্বির মজুমদার মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ওনার বাড়ী নওগাঁও গ্রামে।
সাব্বির মজুমদার জানান, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটিতে তিনি প্রথমে কৃষি ও সমবায় বিষয়ক, পরবর্তী সময়ে সংস্কৃতি বিষয়ক এবং গত ৪ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
সাব্বির মজুমদার তৃতীয় বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটিতে স্থান পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।
এ ছাড়া কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের প্রতি।
তিনি চাঁদপুরের সন্তান হিসাবে ধর্ম-বর্ণ,রাজনীতি নির্বিশেষে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur