পুলিশ হলো সৎ মায়ের সেই অপ্রিয় সন্তান…
যাকে যখন যেখানে খুশি,যেভাবে খুশি রাঙানো যায়…….
বিদ্যমান আইন যাহাই হউক, সমস্যা যাহাই থাকুক না কেন দিনশেষে আমি, তুমি, আপনি, সে, তাহার,তাহাদের আর কোনো ভুলই থাকেনা। যাহা থাকে ও হয়ে থাকে, যতটুকুই খন্ডিতাংশ এসে থাকে তাহার সমস্ত দায় বর্তায় শুধু সৎ মায়ের অপ্রিয় সন্তান পুলিশের উপরই….!
উইশ তাহাদিগকে রাস্তায় পুলিশের ভূমিকায় কদাচিৎ রাখা যাইতো… আই উইশ ইহা সত্যি সত্যি করা যাইতো!!
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur