Home / আন্তর্জাতিক / আইন না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা
আইন না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

আইন না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

করোনার প্রকোপ গোটা বিশ্ব জুড়ে। করোনাকে রুখতে বিশ্বের প্রতিটি দেশ বেশ কিছু নিয়ম নীতি তৈরি করেছে। এবার রোমানিয়ায় এসব নিয়ম না মানায় জরিমানা গুণতে হয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুদোভিচ অর্বানকে।

করোনা মোকাবেলায় মাস্ক পরিধান করা এবং প্রকাশ্যে ধূমপান না করার প্রতি নিয়ম জারি করেছে রোমানিয়া। গেল সোমবার দুইটো নিয়ম অমান্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী। সে কারণে তাকে ৬৯০ ডলার অর্থাৎ প্রায় ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয় রোমানিয়ার প্রধানমন্ত্রীর। সেখানে দেখা যায় নিজ কার্যালয়ে মাস্ক না পরে বসে আছেন তিনি। তার সামনে বসে আছেন মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য। কেউ-ই মাস্ক পরেননি। তারা সবাই নিজ নিজ মাস্ক খুলে টেবিলে রেখে দিয়েছিলেন। পাশাপাশি সেখানে প্রকাশ্যে ধূমপান করছিলেন অর্বান। এই ছবি নিয়ে তুমুল সমালোচনার মুখে অর্বান জানান, ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে মন্ত্রী পরিষদের সদস্যরা দেখা করতে এসেছিলেন।

এই ঘটনার জের ধরে ৩০ মে জরিমানা পরিশোধ করেছেন অর্বান।

বার্তা কক্ষ,৩১ মে ২০২০