জাতীয় আইনজীবী সমিতির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান (৯২) বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাত একটায় ব্রেনস্ট্রোক করলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসারত অবস্থায় ১৭ মার্চ বৃহস্পতিবার বেলা সোয়া ২ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ের জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা স্থানীয় মসজিদে জানাজা নামাজ শেষে শহরের তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে জাতীয় আইনজীবী সমিতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন।
||আপডেট: ১০:১০ অপরাহ্ন, ১৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur