সোহেলর বাবা আব্দুল আজিজ অসুস্থর খবর শুনে বাবাকে ডাক্তার দেখাতে বাড়ি ফিরছিলো সোহেল, কিন্তু বাবাকে ডাক্তার দেখানো হলো না সোহেলের। কুমিল্লার লাকসামে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহরাস্তি যুবক সোহেল নিহত হয়েছেন।
২০ মে শুক্রবার লাকসামে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহেলের প্রাণ হারায়।
ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামের কাজী বাড়ির আব্দুল আজিজের ছেলে মোঃ আলমগীর হোসেন সোহেল। নোয়াখালী জেলার কর্মস্থল থেকে বাড়ি আসার পথে
সকালে লাকসাম-নোয়াখালীর প্রধান সড়কে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় সোহেল।
উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান জানান সোহেল উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২০০৮ সালে উনকিলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর সে গ্রামীন ফোন কাস্টমার কেয়ারে চাকরি করতো। বর্তমানে সোহেল নোয়াখালী জেলায় প্রাণ কোম্পানিতে চাকরি করে আসছে।
সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
প্রতিবেদক: মো.জামাল হোসেন, ২০ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur