Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন পরিচ্ছন্ন থাকে এবং মেধা বিকশিত হয়’
খেলাধুলার

‘খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন পরিচ্ছন্ন থাকে এবং মেধা বিকশিত হয়’

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন বলেছেন, ‘খেলাধুলার মাধ্যমে শরীর স্বাস্থ্য ও মন পরিচ্ছন্ন থাকে এবং মেধা বিকশিত হয়।’

২০ মে শুক্রবার বেলা ১১টার দিকে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় নিউ হোস্টেল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানগিলোতে এ প্রতিযোগিতার উদ্যেগ নিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের পরিচর্যা করলে শরীর স্বাস্থ্য যেমন ভাল থাকে, তেমনি সমাজের সকল অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন রুহুল এমপি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমুখ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় মতলব পৌরসভা ৪ -১ গোলে নারায়নপুর ইউনিয়নকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রহিম খান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ,নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান, কাউন্সিল সারোয়ার সরকার লিখন, পিন্টু সাহা, ও সাইফুল ইসলাম মোহন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, আগামী ২৩ মে জেলা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় চাঁদপুর স্টেডিয়ামে কচুয়া উপজেলার সাথে মতলব দক্ষিণ উপজেলা অংশ নিবেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২০ মে ২০২২