আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে উঠেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
গত ২০১৮ সালের পর এই সংস্করণে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন তিনি।
সাকিব ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরেন। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর চেয়ে ১ রেটিং পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে ফিরেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে শেষ চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে ৩৪ রেটিং পয়েন্ট পান সাকিব। এই সিরিজে সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার পান তিনি।

এই সিরিজে দারুণ বোলিং করা পেসার মোস্তাফিজুর রহমানও টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন শীর্ষ দশে।তিনি ২০ ধাপ উন্নতি ঘটিয়ে ১০ম স্থানে উঠে এসেছেন। মোট ৬১৯ রেটিং পয়েন্ট পেয়েছেন মোস্তাফিজ।অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শেষ চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে র্যাঙ্কিংয়ে এতটা উন্নতি করলেন ‘কাটার মাস্টার’।দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন।
ঢাকা চীফ ব্যুরো, ১১ আগস্ট, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur