Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয় শোক দিবসের কর্মসূচি বাস্তবায়নে ইফা’র সভা
efa..
প্রতীকী ছবি

চাঁদপুরে জাতীয় শোক দিবসের কর্মসূচি বাস্তবায়নে ইফা’র সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে ও কর্মকৌশলের ওপর আজ ১১ আগস্ট বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ সমন্বয় সভা অনুস্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্ব করেন।

সভায় র্তমান করোনা সংক্রমণ প্রতিরোধে মসজিদে আগত মুসল্লিদের সচেতনতা বৃদ্ধির কৌশল নির্ধারণে মউশিক প্রকল্পের চাঁদপুর জেলার ৮ উপজেলার ফিল্ড সুপারভাইজার,মাস্টার ট্রেইনার ও ফিল্ড অফিসারকে নিয়ে বিস্তারিত কর্মসূচি বাস্তবায়নে স্ব স্ব অবস্থান থেকে সুপারভাইজারগণ বক্তব্য দেন।

সভায় স্বাস্থ্যবিধি অনুসরণ পুর্বক জাতীয় শোক দিবস এর অনুস্ঠানসমুহ যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং মসজিদে আগত মুসল্লিদের মাস্ক পরা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় বলে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের ফেইজবুক স্ট্যাটার্স সূত্রে জানা গেছে ।

 আবদুল গনি,     ১১ আগস্ট   ২০২১