Home / উপজেলা সংবাদ / কচুয়া / পিইসিতে জিপিএ-৫ পাওয়া অমত্য সেন সিআইডি কর্মকর্তা হতে চায়
পিইসিতে জিপিএ-৫ পাওয়া অমত্য সেন সিআইডি কর্মকর্তা হতে চায়

পিইসিতে জিপিএ-৫ পাওয়া অমত্য সেন সিআইডি কর্মকর্তা হতে চায়

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে মেধাবী ছাত্র অমত্য সেন বিশাল জিপিএ-৫ পেয়েছে। তার রোলনং ৫৩৮৫।

অমত্য সেন বিশালের গর্ভীত বাবা ডা. গনেশ চন্দ্র সেন দীর্ঘদিন যাবত কচুয়াতে চিকিৎসক হিসেবে সুনামের সাথে কর্মরত রয়েছেন এবং তার মা তন্ডা রানী ঘোষ একজন আদর্শ-গৃহিনী।

মেধাবী ছাত্র অমত্য সেন বিশাল তার এ সাফল্যের জন্য বাবাÑ মায়ের পাশাপাশি, বিদ্যালয় শিক্ষকদের অবদান রয়েছে বলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

তবে তার মা তন্ডা রানী ঘোষের অনুপ্রেরণা ও সাহসিকতায় সে জিপিএ-৫ পেয়েছে বলে অমত্য সেন বিশাল দাবি করে। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার মহেশপুর।

সে ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি একজন সিআইডি অফিসার হতে আগ্রহী। তার লালিত স্বপ্ন পুরনে সে সকলের নিকট আর্শ্বিবাদ ও দোয়া প্রার্থী।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৪০ পিএম, ০১ জানুয়ারি ২০১৮, সোমবার
এইউ