অভিনয় ছেড়ে ডাক্তারি করছেন রণবীর কাপুর! হ্যাঁ সম্প্রতি এমনই এক ছবি পোস্ট করেছেন নায়ক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে তিনি ক্লাস নিলেন নিজের ডাক্তারের। তা কেমন?
না না ঘটনাটি তেম,ন কিছুই নয়! আসলে সম্প্রতি দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন রকস্টার। তাই ডেনটিস্টের কাছে যান তিনি। ডাক্তারের পরামর্শে রুট-ক্যানেল করেন তিনি। আর সেটা করতে গিয়ে ব্যথা পেয়েছে নায়ক। তারই রিভেঞ্জ নিতে ডাক্তারকে রোগীর চেয়ারে বসিয়ে তাঁর দাঁতের পরীক্ষা-নিরীক্ষা করলেন হিরো। আর এমন মুহূর্ত কি হালে ছেড়ে দেওয়া যায়। তাই তা বন্দি হল চারফ্রেমে যা এখন ঘুরপাক খাচ্ছে সাইবার দুনিয়ায়।
রবাবরই খোশমেজাজে থাকেন রণবীর কাপুর। তা সে যতই প্রেমে আঘাত পান তিনি। জীবনটা তামাশা করেই কাটিয়ে দিতে চান তিনি।
সম্প্রতি করণ জোহাররে ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন রণ। ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে গল্প বুনেছেন পরিচালক। যেখানে নিজের থেকে বয়সে বড় একটি মেয়ের প্রেমে পরতে দেখা যাবে নায়কে। রণবীর ছাড়া এছবিতে দেখা যাবে ঐশ্বর্য রায়, অনুষ্কা শর্মা ও ফাওয়াদ খানকে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে পর্দাজুড়ে আসতে চলেছে ‘এ দিল হ্যায় মুশকিল’।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ এএম, ১৯ জুলাই ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur