Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / উত্তর বালিয়ায় অবৈধভাবে এলজিইডি রাস্তার গাছ কেটে বিক্রি
উত্তর বালিয়া

উত্তর বালিয়ায় অবৈধভাবে এলজিইডি রাস্তার গাছ কেটে বিক্রি

চাঁদপুর সদরের উত্তর বালিয়া বাজার এলাকায় এলজিইডি রাস্তার পাশ থেকে সরকারি ৪টি গাছ কর্তন করে গোপনে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া বাজারের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয় জাহাঙ্গীর ছৈয়াল ও শুক্কুর ছৈয়াল নামে দুই ভাই স্থানীয় একটি চক্রের সহযোগিতায় গাছ বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা করে নিয়েছর বলে জানা যায়।

৩ মার্চ বুধবার বিকেলে উত্তর বালিয়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, এলজিইডির রাস্তার পাশে কর্তন করা সরকারি ৪টি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করে স্তুপ করে রেখেছে। স্থানীয় হালিম ছৈয়ালের পুত্র মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর ছৈয়াল ও শুক্কুর ছৈয়াল নামে দুই ভাই গাছ গুলো নিজেদের সম্পত্তির দাবী করে নামমাত্র টাকায় গোপনে বিক্রি করে দিয়েছে। এসময় অভিযুক্ত শুক্কুর ছৈয়াল এবং তার স্ত্রীকে কর্তন করা গাছের ডালপালা স্তূপ করে রাখার কাজ করছে।

এ বিষয়ে শুক্কুর ছৈয়ালের কাছে জানতে চাইলে সে নিজেকে সরকারি গাছগুলের বিক্রেতা নয়, বরং ক্রেতা দাবি করে বলেন, এই গাছ আমাদের নয়, আমি এগুলো বালিয়া বাজারের ফল ব্যবসায়ী সায়েমের কাছ থেকে কিনেছি। যা বুঝার তিনি বুঝবেন।

শুক্কুর ছৈয়াল আরো বলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান গাছগুলো দেখে গেছেন।

এদিকে এ বিষয়ে ফল ব্যবসায়ী সায়েমের সাথে কথা হলে তিনি বলেন, গাছ আমার নয়, শুক্কুর ছৈয়ালের। আমি তাদের কাছ থেকে ৪টি গাছ ২১ হাজার টাকায় কিনেছি।

চাঁদপুর প্রতিনিধি,৩ মার্চ ২০২১