পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
১৮ জানুয়ারি শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। রাতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তথ্য জানান।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল।
সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পেছানোর দাবিতে সোচ্চার ছিলেন বিভিন্ন সংগঠন। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, মেয়র প্রার্থীসহ সবাই পূজার দিনে ভোটগ্রহণের বিপক্ষে ছিল। তবে নির্বাচন কমিশন শুরু থেকেই ৩০ তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসির এই সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলন করে আসছিল।
শনিবার নির্বাচন কমিশন ভোটের তারিখ পেছানো নিয়ে বৈঠকে বসে। পরে সন্ধ্যায় জানানো হয় ভোট ৩০ জানুয়ারির পরিবর্তে পয়লা ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।
ঢাকা ব্যুরো চীফ, ১৮ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur