Home / চাঁদপুর / শহীদ মিনারে চাঁদপুর টাইমসের পুষ্পস্তবক অর্পণ
শহীদ মিনারে চাঁদপুর টাইমসের পুষ্পস্তবক অর্পণ

শহীদ মিনারে চাঁদপুর টাইমসের পুষ্পস্তবক অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরবেলায় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস পরিবার চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে।

চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নেতৃত্বে পরিবারের সদস্যবৃন্দ শহীদ মিনারে ৫২’র সকল ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, শিফট ইনচার্জ ফজলুর রহমান, করেসপন্ডেন্ট আনোয়ারুল হক, করেসপন্ডেন্ট নাছির উদ্দিন শুভ, করেসপন্ডেন্ট হান্নান মিজি প্রমুখ

এর আগে পর্যায়ক্রমে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন, চাঁদপুর প্রেসক্লাব, রোটারি ক্লাবসহ সামাজিক সংগঠনগুলো পুষ্পার্ঘ অর্পণ করেন।

প্রসঙ্গত, আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। ১৯৫২ সালের এ দিনে তরুণ টগবগে যুবকদের রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি ভাষার মর্যাদা। বাংলা পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা। তাই এ দিনে বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের সেইসব বীরদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি  মায়ের ভাষা বাংলা।

দেশ বিভাগের পর বাংলা ভাষা-ভাষীদের মধ্যে যে ভাষা চেতনা বেড়ে উঠতে থাকে, তারই পূর্ণ প্রকাশ ১৯৫২ সালে। পাকিস্তানি শাসকদের উর্দুকে রাষ্ট্রভাষা করার অপচেষ্টার বিরুদ্ধে নামে পূর্ব বাংলার মানুষ। ১৪৪ ধারা ভেঙে ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে রফিক, জব্বার, সালাম, বরকত, সফিউরসহ কয়েকজন তরুণ শহীদ হন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ৩০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply