চাঁদপুর শাহরাস্তি উপজেলায় অনৈতিক কাজের দায়ে বুধবার(৩০ নভেম্বর) ৩ জনেকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার বানু বিকালে এ রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের তারাপুর নাজমুল হকের বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে লাকসাম উপজেলার উত্তর কূল গ্রামের মিন্নত আলীর পুত্র মো. আব্দুল মান্নান (৩৮), লাকসাম উপজেলার উত্তর বাজার এলাকার আলী আহমেদের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২৭) ও চিতোষী পশ্চিম ইউনিয়নের রাজাপুর গ্রামের সুমি বেগম (২৪) কে এলাকাবাসী আটক করে শাহরাস্তি মডেল থানায় সংবাদ দিলে উপ-পরিদর্শক মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স তাদের কে আটক করে থানা নিয়ে আসে।
পরে ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করা হলে আব্দুল মান্নান কে ৬ মাসের কারাদন্ড, সুমি বেগম ও জান্নাতুল ফেরদৌসকে ২ শ’টাকা করে জরিমানা করা হয়।
করেসপন্ডেন্ট শাহারাস্তি ।। আপডটে, বাংলাদশে সময় ০৭ : ৫৭ পিএম, ৩০ নভেম্বর ২০১৬ বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur