চাঁদপুর মতলব পৌরসভার ৯নং ওয়ার্ডের মুন্সীরহাট বাজারের ব্যবসায়ী শাহ আলম প্রধানের চাহিদামত কৃষকদের সার সরবরাহ করতে না পারায় এবং নানা অনিয়মের অভিযোগে সারের ডিলার বাতিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।
সরকারি নিয়ম অনুযায়ী যে পরিমাণ সার থাকার প্রয়োজন সে পরিমাণ সার না থাকায় ওই ওয়ার্ডের শত শত কৃষক চরম ভোগান্তির স্বীকার হয়।
ডিলার শাহ আলম প্রধানের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা সার ও মনিটরিং কমিটির সভায় তার ডিলারশিপটি বাতিল করে। উপজেলা কৃষি কর্মকর্তা ও সার মনিটরিং কমিটির সদস্য সচিব মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, কৃষকদের চাহিদা মত সার বিতরণ না করায় ওয়ার্ডের ভুক্তভোগী দু’জন কৃষক দিল মোহাম্মদ ও বিলাত হোসেন হাজরা বাদী হয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
এ অভিযোগে তার সারের ডিলার বাতিল করা হয়।
এ সক্রান্ত পূর্বের নিউজ- মতলব মুন্সীরহাটে সার ডিলারের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ
।। আপডটে, বাংলাদশে সময় ৮: ৫৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৬,সোমবার
এইউ