Home / সারাদেশ / অনার্স ও মাস্টার্স পরীক্ষায় চাঁসক’র সাফল্য ঈর্ষণীয়
চাঁদপুর কলেজ

অনার্স ও মাস্টার্স পরীক্ষায় চাঁসক’র সাফল্য ঈর্ষণীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স ও ২০১৩ সালের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । অনার্স ও মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় চাঁদপুর সরকারি কলেজের সাফল্য ঈর্ষণীয় ।

চাঁদপুর সরকারি কলেজ ২০১৪ সালের অনার্স ও ২০১৩ সালের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় মাস্টার্সে ৪ শতাধিক শিক্ষার্থী প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯২ %। পাশাপাশি অনার্স চূড়ান্ত পরীক্ষায়ও ভালো ফলাফল করেছে এ কলেজের শিক্ষার্থীরা। অনার্সের বিভিন্ন বিভাগের গড় পাসের হার ৮৪ %।

কলেজ অফিস সূত্রে জানা গেছে, এবার এ কলেজের ১৬ টি বিভাগ থেকে মাস্টার্সের পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৭শ’১৮ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫শ’৮১ জন । প্রথম শ্রেণি পেয়েছে ৪শ’৩ জন শিক্ষার্থী। দ্বিতীয় শ্রেণি পেয়েছে ১হাজার ১শ’৭০ জন ও তৃতীয় শ্রেণি পেয়েছে ৮ জন। উত্তীর্ণ হতে পারে নি ১শ’ ৩৭ জন।

১৬ টি বিভাগের মধ্যে ৬ টি বিভাগের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। বিভাগগুলো হলো : ইতিহাস, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা,গণিত, ভূগোল ও দর্শন বিভাগ।

অনার্স চূড়ান্ত পরীক্ষায় ১৭ টি বিভাগের ৮শ’৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ৭শ’ ৪৮ জন। পাসের হার
৮৪ % । অনার্সে এ মাইনাস পেয়েছে ১০ জন শিক্ষার্থী।

করেসপন্ডেস
আপডেট, বাংলাদেশ সময় ৭: ৫০ পিএম,৩১ আগস্ট ২০১৮,শুক্রবার
এজি

Leave a Reply