চাঁদপুর হাজীগঞ্জে অনলাইন হ্যাকিং প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১ এর একটি বিশেষ টিম।২৪ সেপ্টেম্বর,বৃহস্পতিবার হাজীগঞ্জ পৌর এলাকার আলীগঞ্জ কংগাইশ গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কংগাইশ গ্রামের জাকির হোসেন বেপারীর ছেলে শাহাদাৎ হোসেন শিহাব (২৫), মনিরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম (২৫) ও আবুল হোসেনের ছেলে মাহবুবুল আলম আবির (২৫)। ওই সময় অনলাইন হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও চেক বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সংগৃহীত ২ লক্ষ ৩৯ হাজার ৯ শত টাকাও উদ্ধার করা হয়।
এ বিষয় বৃহস্পতিবার বিকেলে র্যাবের কুমিল্লা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃত প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিভিন্ন বিল পে করা, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের টিওশন ফি পেমেন্ট ডিসকাউন্ট করে প্রতারণা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে হাজীগঞ্জ থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
করেসপন্ডেট,২৪ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur