Home / জাতীয় / দেশে অনলাইন সংবাদ মাধ্যম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে : চসিক মেয়র
দেশে অনলাইন সংবাদ মাধ্যম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে : চসিক মেয়র

দেশে অনলাইন সংবাদ মাধ্যম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে : চসিক মেয়র

দেশে অনলাইন সংবাদ মাধ্যম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, অনলাইনের মাধ্যমে মানুষ তাৎক্ষণিকভাবে সব খবর পাচ্ছে। ২৪ ঘণ্টাই সর্বশেষ তরতাজা তথ্য দিচ্ছে। দিনের ঘটনার বাইরে রাতের তিনটায় যদি কোনো ঘটনা-দুর্ঘটনা ঘটে তা যেমন আসছে তেমনি ভোর পাঁচটার ঘটনাও।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে মেয়রের কার্যালয়ে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ এর এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন এ মন্তব্য করেন।

মেয়র বলেন, সবচেয়ে বড় কথা, অনলাইনের সংবাদ দ্রুত ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আলমগীর হোসেনকে বাংলাদেশে অনলাইনের পথিকৃৎ (পাইওনিয়ার) উল্লেখ করে মেয়র বলেন, অনলাইন নিউজপোর্টালের বাইরে অনেক টেলিভিশন, অনেক দৈনিক সংবাদপত্রও অনলাইনে খবর প্রচার করছে। আগামী ৭-৮ বছর পর দেখা যাবে সব দৈনিক পত্রিকারই অনলাইন থাকবে।

এডিটর ইন চিফ আলমগীর হোসেন মেয়রের বক্তব্যের সূত্র ধরে বলেন, তিন দশকের বেশি সময় শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছি। এরপর দেশের প্রথম অনলাইন সংবাদমাধ্যম ‘বিডিনিউজ’ চালু করি। ছয় বছর আগে বাংলানিউজ চালু করি। এখন আমাদের পৌনে ২০০ কর্মী ২৪ ঘণ্টা সংবাদের পেছনে ছুটছে। রাতের শিফটে কাজ করছে ছয়জন। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামের জন্য আমরা আলাদা বিভাগ রেখেছি।

দুর্ঘটনার শিকার হওয়া একটি বাচ্চাকে মেয়রের পুলিশি প্রটোকলের গাড়িতে হাসপাতালে পাঠানোর মতো মানবিক সংবাদটি বাংলানিউজের পাঠককে নাড়া দিয়েছে উল্লেখ করে আলমগীর হোসেন বলেন, এ নিউজটি মুহূর্তের মধ্যে হাজার হাজার শেয়ার হয়েছে। যা আমাকে বিস্মিত করেছে।

আলাপচারিতার সূত্র ধরে আলমগীর হোসেন বলেন, এটি ঠিক প্রতিদিনই নতুন নতুন অনলাইন আসছে এবং প্রতিদিনই ঝরেও পড়ছে। যাদের মধ্যে পেশাদারিত্ব আছে, দেশপ্রেম আছে, পাঠকের আস্থা আছে তারাই টিকে থাকবে। তাই এটা নিয়ে উদ্বেগের কিছু নেই।

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি খুলশী ক্লাবের প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ এলিট, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ। (উৎস- বাংলানিউজ)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১২:৩০ পিএম, ২০ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply