শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতি ছাড়াও সাধারণ সময়ে অনলাইন অফলাইন যাতে শিক্ষার্থীরা পড়াশোনা কাজ চালিয়ে যেতে পারে, তার জন্য জাতীয় নীতিমালা প্রনোয়ন করা হচ্ছে। তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন
তিনি আরও বলেন, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে দেশে করোনা আর ছড়াবে না। এ বিষয়টি আমাদের উপর নির্ভর করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে
মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের পূর্ণ প্রচেষ্টা আছে। তারপরেও বিশ্ববাজার কোথাও কোথাও কিছু অসাধু লোকের একটি অপচেষ্টা রয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তবে আমরা মনে করি সমস্ত পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহাদাৎ হোসাইন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৮ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur