Home / চাঁদপুর / অতিরিক্ত পুলিশ সুপারকে চাঁদপুর ক্লাবের বিদায় সংবর্ধনা
অতিরিক্ত পুলিশ সুপারকে চাঁদপুর ক্লাবের বিদায় সংবর্ধনা

অতিরিক্ত পুলিশ সুপারকে চাঁদপুর ক্লাবের বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বিদায় সংবর্ধনার দিয়েছে চাঁদপুর ক্লাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছ, উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

চাঁদপুর ক্লাবের সাধারণ সম্পাদক ডা. এএসএম শহিদউল্যাহর সভাপতিত্বে ও সদস্য ফিরোজ আহমেদ সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমির আব্দুল্লাহ, ক্লাবের সদস্য কামাল উদ্দিন, ডা: রুহুল আমিন প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, আমি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে চাঁদপুরে প্রায় আড়াই বছর দায়িত্ব থাকা কালীন সময়ে সকলের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছি। তবে চাঁদপুর ক্লাবের সকল সদস্যদের সাথে আমার আন্তরিক সম্পর্ক ছিলো।

তিনি বলেন আমার দেখা মতে চাঁদপুরের মানুষ ভালো এবং খুবই উদার। আপনাদের ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ হয়েছি। আমি কথা দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকিনা কেন চাঁদপুরের কথা আমি সারা জীবন মনে রাখবো।

এ সময় সংবর্ধনা সভায় চাঁদপুর ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।