Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / চাঁদপুরে অটোরিকশা চোরচক্রের তিন সদস্য গ্রেফতার
haji

চাঁদপুরে অটোরিকশা চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। একই সাথে চোরচক্রের কাছে থাকা চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়।

রোববার (১৬ জুলাই) দুপুরে এসব তথ্য গণমাধ্যমকে জানান হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।

গ্রেফতারকৃতরা হলেন-হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ মিজি বাড়ীর রাকিব (২২), বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া নোসাগাজী বাড়ীর নাসির গাজী (২৭) ও নরসিংদী জেলার মাধবপুর থানা এলাকার সাদ্দাম হোসেন (৩০)।

শনিবার ১৫ জুলাই সকাল থেকে পুলিশ অভিযান পরিচালনা করে রাকিব ও নাসিরকে বাকিলা এবং দ্বাদশ গ্রাম ইউনিয়ন থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারসহ অপরজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এর আগে শুক্রবার ১৪ জুলাই সকালে হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা মৎস্য আড়ৎ এর কাছ থেকে অনটেস্ট অটোরিকশা চুরি হয়ে যায়। এ ঘটনায় ওইদিনই অটোরিকশার মালিক মোঃ মজিব হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, গ্রেফতার ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।

১৭ জুলাই ২০২৩
এজি