Home / চাঁদপুর / অটোবাইকের ধাক্কায় শিশু গুরুতর আহত
অটোবাইকের ধাক্কায় রাহি আক্তার গুরুতর আহত

অটোবাইকের ধাক্কায় শিশু গুরুতর আহত

অটোবাইকের ধাক্কায় রাহি আক্তার নামে চার বছর বয়সী এক শিশু গুরতর আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে ১৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে পিুরানে বাজার ওছমানিয়া মাদরাসার কাছে।

জানা যায় চাঁদপুর শহরের পুরাণ বাজার মধ্য শ্রীরামদী এলাকার রাসেল মিয়ার শিশুকন্যা রাহি আক্তার।স্বজনরা জানায় সে বৃহস্পতিবার বিকেলে খেলাধুলা করতে রাস্তায় বেরুলে ওছমানিয়া মাদরাসার পেছনে একটি অটোবাইক অন্যদিকে যাওয়ার জন্য ঘুরাতে গিয়ে গাড়িটি গতিবেগ বাড়িয়ে পেছনের দিকে চালালে অটোবাইকের আঘাতে পেছনে থাকা শিশু রাহি মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে গুরতর আহত হন।
স্বজনরা খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

তার অবস্থা আশংকাজনক দেখে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]

Leave a Reply