চাঁদপুর বড় স্টেশন মাদ্রাসা রোড লঞ্চঘাট থেকে শুক্রবার (৩ মার্চ) সকালে এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
মৃতের আনুমানিক বয়স হবে ৪০ থেকে ৪৫ বছর।
চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, শুক্রবার সকালে মাদ্রাসা রোড লঞ্চঘাটের পুন্টনের কাছে কচুরিপানার সাথে অজ্ঞাত ব্যাক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানার পুলিশ পরিদর্শক হারুন অর-রশীদসহ এস আই কামরুজ্জামান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে সুরুতহাল রির্পোট তৈরি করে থানায় নিয়ে আসেন। তবে তার শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তদন্ত চলছে লাশের পরিচয় পাওয়া গেলে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এস আই কামরুজ্জামান চাঁদপুর টাইমসকে জানান, লঞ্চঘাটে লাশটি ভাসতে দেখে স্থানীয় এক দোকানদার মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করালে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। তবে লাশটি সাত-আট দিনের অর্ধ-গলিত লাশ হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ০৩ পিএম, ০৩ মার্চ ২০১৭ শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur