Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে ১০ জনকে অচেতন করে স্বর্ণ ও অর্থ লুট
অচেতন

হাজীগঞ্জে ১০ জনকে অচেতন করে স্বর্ণ ও অর্থ লুট

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে তিন ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে তিন পরিবারের অন্তত ১০ জনকে অচেতন করে কয়েক ভরি স্বর্ণ ও কয়েক লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল।

ঘটনাটি ঘটে ৩ নভেম্বর দিবাগত রাত ৩ টার দিকে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাচৈই বক্তার বাড়িতে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল একই সময়ে বাড়ির তিন ঘরে ডুকে স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে। এতে তিন পরিবারের অন্তত ১০ জন অজ্ঞান হয়ে যায়।

আহতরা হলেন, বক্তার বাড়ির মৃত আবু তাহের পাটোওয়ারীর ছেলে মো. সবুজ, তার স্ত্রী সাইফুর নেছা, মেয়ে ফিরোজা আক্তার বিথী, কানিজ ফাতেমা, ছেলে সাইফুল ইসলাম ও নাহিয়ান। তাদেরকে অচেতন করে ৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট হয়। একই বাড়ীর মৃত আ. কাদেরের ছেলে মহিনউদ্দিের ঘরে ডুকে সেসহ তার স্ত্রী ও সন্তানকে অচেতন করে। তাদের ঘর থেকে ৪ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা হাতিয়ে নেয়। একই বাড়ির মৃত আলী আজ্জম এর ছেলে আব্বাস মজুমদার ও তার বৃদ্ধ মা মোহছেনা বেগম গুরুতর আহত হয়।

আহত সবুজ মিয়া বলেন, বুধবার রাত ৩ টার দিকে দেখি মুখোশ পড় ৪/৫ জন ঘরে ডুকে সব তছনছ করে রেখেছে। পাশে পরিবারের সবাই ঘুমের ঘরে অচেতন অবস্থায় পড়ে আছে। এর কিছুক্ষণ পর আমি নিজেও অচেতন হয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি তিন পরিবারের ১০ জন অচেতন হয়ে পড়ে আছে। পরে পুলিশ এসে অচেতন সবাইকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করায়।

স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সব অচেন অবস্থায় পড়ে আছে। পরে থানায় অবহিত করি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে আমরা অচেতন অবস্থায় ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়, ৪ নভেম্বর ২০২১