Home / চাঁদপুর / চাঁদপুর সদর হাসপাতালকে বিনামূল্যে অক্সিজেন দিল আবুল খায়ের গ্রুপ
অক্সিজেন

চাঁদপুর সদর হাসপাতালকে বিনামূল্যে অক্সিজেন দিল আবুল খায়ের গ্রুপ

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ একেবারে শেষ পর্যায়ে। এটি এখন চালুর জন্য প্রস্তুত।

১৫ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হবে অক্সিজেন সিলিন্ডারের কাজ। এমন সময় দেশের অন্যতম শীর্ষ গ্রুপ আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে চাঁদপুর সদর হাসপাতালকে ৫৩ কেজি ওজনের ২০ সিলিন্ডার পাঠানো হয়েছে।

১৪ জুলাই বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ।

তিনি বলেন,লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালুর আগে বুধবার দুপুরে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে চাঁদপুর সদর হাসপাতালকে ৫৩ কেজি ওজনের ২০ সিলিন্ডার পাঠানো হয়েছে। এক-একটি সিলিন্ডার থেকে ছয়টি সিলিন্ডারে সরবরাহ করা যাবে।

চাঁদপুর সরকারি হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কিছুদিনের মধ্যে কম্প্রেসার মেশিন চলে আসবে। কোনো যান্ত্রিক সমস্যা না হলে বৃহস্পতিবার কিংবা শুক্রবার অক্সিজেন প্ল্যান্টটিতে অক্সিজেন উৎপাদন ও সরবরাহ শুরু হবে। ফলে করোনা রোগী বাড়লেও সদর হাপসাতালে অক্সিজেনের আর কোনো সমস্যা হবে না।

ডা. মো. শাখাওয়াত উল্লাহ বলেন, সদর হাসপাতালকে বিনামূল্যে অক্সিজেন দেবে আবুল খায়ের গ্রুপ। এখন থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হবে। এতে সদর হাসপাতালের অক্সিজেন সমস্যার সমাধান হতে যাচ্ছে।

প্রতিবেদকঃ শরীফুল ইসলাম,১৪ জুলাই ২০২১