Home / জাতীয় / সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৫
অক্সিজেন

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আগুন লাগলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিস্ফোরণ ও আগুনে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্তত ৩০ জন দগ্ধ ও আহত হয়েছে। হতাহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্ট নামের ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ছড়িয়ে পড়ে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ফজলে রাব্বী বলেন, ’বিকাল সাড়ে ৪টার দিকে কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। বিস্ফোরণে আরও অনেকে আহত হয়েছেন।’

ওই এলাকার বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে উঠেছে। ওই সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল। বিস্ফোরণে ছিটকে আসা লোহার আঘাতে এখানে একজন মারা গেছেন।’

গত বছরের ৪ জুন রাতে সীতাকুণ্ডেই সীমা অক্সিজেন প্ল্যান্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় অর্ধশত মানুষ নিহত এবং আহত হয় শতাধিক।

টাইমস ডেস্ক/ এএস/ ৪ মার্চ ২০২৩