Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মানব সেবায় অক্সিজেন সিলিন্ডার দিলেন সাংবাদিক মামুন
অক্সিজেন

ফরিদগঞ্জে মানব সেবায় অক্সিজেন সিলিন্ডার দিলেন সাংবাদিক মামুন

সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাতেও প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর মিছিল।

২ আগষ্ট সোমবার বিকেলে মানুষের এ দূরাবস্থায় করোনা রোগীদের জরুরি অক্সিজেন সেবা নিশ্চিত করতে ফরিদগঞ্জ প্রেসক্লাবকে ৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান।

একই দিন প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামানসহ নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ও ইচ্ছে পূরন যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দের হাতে এ অক্সিজেন সিলিন্ডার তুলে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, সহ- সভাপতি আমান উল্যা আমান, জাকির হোসেন সাঈদ পাটওয়ারী, আইসিটি সম্পাদক গাজী মমিন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শিমুল হাছান, সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম ইকবাল হোসেন, ইচ্ছে পূরন যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মহিউদ্দিন রিম, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।

এসময় তাৎক্ষনিক দুইটি সিলিন্ডার সেবা গ্রহিতাদের প্রদান করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ২ আগস্ট ২০২১