Home / বিনোদন / ৮৫ দিনের মাথায় ভেঙ্গে গেলো অভিনেত্রী শ্রাবন্তীর সংসার

৮৫ দিনের মাথায় ভেঙ্গে গেলো অভিনেত্রী শ্রাবন্তীর সংসার

ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন ১০ জুলাই। মুম্বাইয়ের সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিয়ে হয় তাঁর। বছর খানেক প্রেম করার পর তাঁরা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়েতে হাজির হয়েছিলেন টালিগঞ্জের অনেক তারকা। কথা ছিল, তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা হবে আগামী বছর। না, শেষ পর্যন্ত আর তা আয়োজন করা হলো না এই দম্পতির।

ভেঙে গেছে ভিরাজ আর শ্রাবন্তীর সংসার। কবে, কোথায় আর কী কারণে ভেঙে গেল, এ ব্যাপারে কিছুই জানাননি শ্রাবন্তী। তাঁদের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ৮৫ দিনের মাথায় তাঁদের বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ হয়েছে।

তবে শ্রাবন্তী সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন, কৃষ্ণ ভিরাজের সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে গেছে। বললেন, ‘আমরা দুজন মিলেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। বনিবনা না হলে একসঙ্গে মিথ্যা সুখে থাকার কী লাভ। কৃষ্ণ ভিরাজের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি চাই, সে যেন ভালো থাকে।’

এর আগে শ্রাবন্তী ভারতের বাংলা ছবির প্রযোজক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন। তাঁদের ১২ বছরের একটি ছেলে আছে। ছেলের নাম ঝিনুক।

শ্রাবন্তী আরও বলেন, ‘আমি এখন আর ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাচ্ছি না। নিজের কাজ আর ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। ঝিনুক এবার ক্লাস এইটে। ওর স্কুলে যেতে সুবিধে হবে বলে বেহালা থেকে বাইপাসের ধারে বহুতল ভবনে ফ্ল্যাট নিয়েছি। আমরা মা-ছেলে বেশ ভালো আছি।’

শ্রাবন্তী কি হতাশাগ্রস্ত? বললেন, ‘হতাশ হয়ে নিজের ক্ষতি করতে পারব না। কারণ, আমার ছেলে, বাবা-মা সব সময় আমায় আগলে রাখে। মাঝেমধ্যে ভাবি, এত ভালোবেসেও আমি ভালোবাসা পেলাম না। আমি খুব আবেগপ্রবণ। সংসার করতে ভালোবাসি। কিন্তু এখন মনে হয়, শুধু বর থাকলেই সংসার হবে, এমন নয়। বাবা-মা, ছেলেকে নিয়েও সংসার হয়। প্রতিটি মেয়েই চায় সংসার করতে। কিন্তু আমার কপালে যা লেখা ছিল তা-ই হয়েছে। ভবিষ্যৎ কী রকম হবে জানি না। তবে আমি আগের চেয়ে পরিণত হয়েছি।’

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১১:৩৩ পিএম, ১২ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply