Home / চাঁদপুর / ‘৩ মাসের মধ্যে চাঁদপুর ট্রাকঘাটের ইট ও বালির অবৈধ ব্যবসা তুলে দেয়া হবে’
মেয়র নাছির
চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ (ফাইল ছবি)

‘৩ মাসের মধ্যে চাঁদপুর ট্রাকঘাটের ইট ও বালির অবৈধ ব্যবসা তুলে দেয়া হবে’

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের (পৌরসভা) আন্তরিকতার অভাব নেই। তবে সীমাবদ্ধতা আছে। আগামী ৩ মাসের মধ্যে ট্রাকঘাটের অবৈধ বালু ও ইটের ব্যবসা তুলে দেয়া হবে। এ বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (১৭ জুলাই) চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সুধী সমাবেশে প্রধান অালোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকের বিষয়ে মেয়র বলেন, মাদকের কারণে সন্ত্রাস বাড়ছে। তাই আগে মাদককে নির্মূল করব। সমাজ ও দেশের স্বার্থে কেউ কোন সামাজিক ব্যাধির সাথে আপোষ করব না।

১১নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী ও যুব সমাজের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

জেলা ছাত্রদল নেতা সফিউদ্দিন বাবলু’র পরিচালনায় সমাবেশে অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক মো. ওমর পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মো. হামিম পাটওয়ারী, সাবেক কমিশনার জয়নাল আবেদীন জনু, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নয়ন মাহমুদ। বিশিষ্ট সমাজসেবকদের মধ্যে মো. আমির হোসেন ভূঁইয়া, মো. নাজমুল হোসেন পাটওয়ারী, দেলোয়ার হোসেন তালুকদার, বিশিষ্ট সমাজসেবক এম আই মমিন খান, বিশিষ্ট সমাজসেবক মো. আবুল মাস্টার, জলকাদের ভূঁইয়া, মো. ওমর ফারুক, মো. ইউসুফ খলিফা, মো. হাবিব ভূঁইয়া, মো. মনির ভূঁইয়া, মো. খলিল হাওলদার, মো. আজিজ খলিফা প্রমুখ।

এর আগে চাঁদপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মরহুম আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারীর মৃত্যুতে সমাবেশের শুরুতে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি মানুষজন উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট

Leave a Reply