Home / জাতীয় / রাজনীতি / এরশাদ ভোট দেননি
এরশাদ ভোট দেননি
ফাইল ছবি

এরশাদ ভোট দেননি

শারীরিক অসুস্থতার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রক্তের হিমোগ্লোবিন সমস্যায় ভুগতে থাকা এরশাদ এখনও পুরোপুরি ‘সুস্থ হয়ে উঠেননি’ বলে জানিয়েছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ।

জন্মস্থান রংপুর-৩ আসনে প্রার্থী এরশাদ নির্বাচনী এলাকায় গণসংযোগেও অংশ নিতে পারেননি। তিনি ভোটারও ওই এলাকায়।

সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘স্যার এখনও পুরোপুরি সুস্থ নন। তিনি আজ (রবিবার) নির্বাচনে ভোট দিতে যেতে পারেননি।’

এরশাদ ঢাকা-১৭ ও সাতক্ষীরার একটি আসনে প্রার্থী হলেও পরে সেখান ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

জাতীয় পার্টির উপ দপ্তর সম্পাদক এম রাজ্জাক খান রবিবার সন্ধ্যায় জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনেও বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে ‘তেমন ব্যস্ততা ছিল না’।

তিনি বলেন, ‘পার্টির অধিকাংশ নেতা নির্বাচন করছেন, ঢাকার বাইরে প্রায় সবাই। তারা কেউ আজ ঢাকায় নেই। পার্টি অফিসে তাই ব্যস্ততা নেই।’

একাদশ সংসদ নির্বাচনের আগে এরশাদের শারীরিক অসুস্থতা নিয়ে নানা নাটকীয়তার জন্ম দেয় জাতীয় পার্টি।

এরশাদ নিজে শারীরিক অসুস্থতার কথা সাংবাদিকদের জানালেও জাতীয় পার্টির নেতারা তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দিয়ে জাপার আসন ভাগাভাগি ইস্যুতেও ছিল নানা নাটকীয়তা। পরে তাদের ভাগ্যে জোটে মাত্র ২৬টি আসন।

আসন ভাগাভাগিতে জাপার অসন্তোষের মধ্যেই উচ্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে উড়াল দেন এরশাদ।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ফিরে এসে এরশাদ গত ২৭ ডিসেম্বর প্রথমে সাংবাদিকদের বলেছিলেন, ‘জয়ের সম্ভাবনা’ না থাকলে জাতীয় পার্টির প্রার্থীরা মহাজোটের আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে সরে যাবে।

সেদিন রাতেই নিজের কথা ফিরিয়ে নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির কোনো প্রার্থী নির্বাচনের মাঠ থেকে সরে যাবেন না। (কালের কন্ঠ)

বার্তা কক্ষ
৩০ ডিসেম্বর,২০১৮

Leave a Reply