Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / ‘হাজীগঞ্জ-শাহরাস্তিতে ৩শ’ কিমি সড়ক ও ৬শ’ ব্রিজ কালভার্ট নির্মাণ হয়েছে’
hajiganj-develpe

‘হাজীগঞ্জ-শাহরাস্তিতে ৩শ’ কিমি সড়ক ও ৬শ’ ব্রিজ কালভার্ট নির্মাণ হয়েছে’

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম সোমবার (৩ সেপ্টেম্বর) হাজীগঞ্জের স্কুল, কলেজ ও মাদ্রাসার ৪টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঊর্ধ্বমুখী সম্প্রাসারণ কাজের উদ্বোধন করেছেন।

এসময় স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

বক্তব্যে বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ১০ কিলোমিটার পাকা সড়ক পেয়েছি। এখন এ দু’উপজেলায় সাড়ে ৩’শ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, দুই উপজেলায় ৬ শতাধিক ব্রীজ-কালর্ভাট, সাড়ে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করেছি।

হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। যা অতিতের কোন সরকার করতে পারেনি। তারা যদি কিছু কাজও করতো, তাহলে আমাদের ওপর এতো চাপ-সৃষ্টি হতো না।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় এ বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হবে। এ ছাড়াও অসম্পূর্ণ কাজগুলো দ্রুতই সম্পন্ন করা হবে। আমরা উন্নয়নের পাশাপাশি শান্তি-শৃঙ্খলাও নিশ্চিত করেছি। দুই উপজেলায় কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় হয়রানি করা হয়নি।

আগামি জাতীয় সংসদ নির্বাচনে জনগনের মাঝে নৌকা প্রতি নিয়ে আসবো বলে মেজর রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক। তিনি বলেন, আমাকে আপনার আগের মতোই নৌকা প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করবেনঅ তিনি বলেন, উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহৃত এবং উন্নত বাংলাদেশ গঠনে নৌকার বিকল্প নেই। তিনি বলেন, এদেশে আর ২০০১ সালের মতো নীল নকশার নির্বাচন আর হবেনা। সঠিক হাসিনার নেতৃত্বে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল হক হেলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, জেলা পরিষদের সদস্য হাজী জসিম, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ফয়েজ, মদিনাতুল উলুম মাদ্রসার সভাপতি আবুল কালাম মিয়াজী।

এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী, রফিকুল ইসলাম মিলিটারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. জাবেদুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল, আওয়ামীলীগ নেতা দুলাল হোসেন মিয়া, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায় জাকির হোসেন সোহেল, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল জুয়েল, যুগ্ম আহবায়ক ও টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের যুবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আলম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম সরোয়ার, হান্নান গাজীসহ হাজীগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ, উপজেলা, পৌর ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যগন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনাসাধারন।

সোমবার দুপর ২.৩০টায় জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রাসারণ কাজের উদ্বোধন, বিকেল সাড়ে ৩টায় দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪টায় দেশগাঁও ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, বিকেল সাড়ে ৫টায় পালিশারা মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়

Leave a Reply