চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ সুন্দরী রমণীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে পৌর এলাকার মকিমাবাদ মালি বাড়ির আক্তার কাজীর ৫ম তলা বিল্ডিং নাহার ভিলার নিচ তলার ভাড়াটিয়া জুবায়ের হোসেনের বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক রমণী টোরাগড় কাজী বাড়ির বাসিন্দা মাদক ব্যবসায়ী জুবায়ের হোসেনের স্ত্রী পান্না আক্তার। স্বামী বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছে। স্বামীর অনুপস্থিতেতে পান্না ইয়াবা ব্যবসার কার্যক্রম চালিয়ে আসছে বলে জানান পুলিশ
পুলিশে এ রমণীকে আটকের সময় ৪৫ পিস ইয়াবা জব্দ করেছে।
মাদকবিরোধী অভিযানে নেতৃত্বে ছিলেন থানার এস আই জসিমউদ্দিন ও মাঈনুদ্দিনসহ সংঙ্গীয় ফোর্স।
এদিকে বৃহস্পতিবার বিকেলে পান্না আক্তারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur