Home / উপজেলা সংবাদ / হাইমচর / জেএসসিতে ২৮ জেডিসিতে ৫ শিক্ষার্থীর এ’ প্লাস
Haimchor-2

জেএসসিতে ২৮ জেডিসিতে ৫ শিক্ষার্থীর এ’ প্লাস

চাঁদপুরের হাইমচর উপজেলার ১২ উচ্চ বিদ্যালয় হতে কুমিল্লা শিক্ষাবোর্ডে অধিনে ১৪শ’ ১৩ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১১৭২জন কৃতকার্য হয়েছে।

এ প্লাস পেয়েছে ২৮ জন। পাসের হার ৮২.৯৪%। মাদরাসা বোর্ডের অধিনে জেডিসি পরিক্ষায় উপজেলার ১০টি মাদরাসা হতে ৪৯৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৭৮জন। এ’ প্লাস পেয়েছে ৫জন। পাসের হার ৯৬.১৭%।

প্রতিবেদক- বিএম ইসমাইল ।। আপডটে,বাংলাদশে সময় ৯ : ৪৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

কুলখানিতে পদদলিত পরিবারকে লাখ টাকা প্রদানের ঘোষণা

চট্টগ্রামের ...