Home / উপজেলা সংবাদ / কচুয়া / সোনার বাংলা গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে
সোনার বাংলা গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে

সোনার বাংলা গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে

সাবেক স্বরাষ্টমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুদা ও দারিদ্র মুক্ত দেশ গঠনের স্বপ্ন দেখে ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে স্বাধীন সত্তা সমৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে এগিয়ে আসতে হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কচুয়া উপজেলার গুলবাহার স্কুল এন্ড কলেজ মাঠে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য কচুয়া (গুলবাহার) সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠন ও ২০৪১ সালের মধ্যে এদেশকে উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, শিক্ষা মানুষের বড় হাতিয়ার, শিক্ষার মাধ্যমে নিজেকে অনেক দূরে নেয়া যায়। আমার প্রয়াত পিতা মরহুম আশেক আলী খান এ এলাকায় স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে গেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতায় আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর মামুন, চট্টগ্রাম বিভাগের সাবেক প্রথম যুগ্ম সচিব নিলুফার বেগম, প্রধান অতিথির সহ-ধর্মিনী সিতারা আলমগীর, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুল হাসান কলিমুল্লাহ ও রংপুর আসনের এমপি রাসেদুল হাসানের পুত্র আশেকুর রহমান প্রমুখ।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ০৯ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
এইউ

Leave a Reply