Home / আবহাওয়া / সারাদেশে শুষ্ক থাকবে আবহাওয়া
সারাদেশে শুষ্ক থাকবে আবহাওয়া

সারাদেশে শুষ্ক থাকবে আবহাওয়া

টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে।

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি ও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দেখানো সতর্ক সংকেত (৩ নম্বর) নামিয়ে ফেলতে বলা হয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরা ও যশোরে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.০ ডিগ্রি সেলসিয়াস ছিল নেত্রকোনায়। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৬৭ মিলিমিটার।

আজ (সোমবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১১ : ৪০ এএম, ২৩ অক্টোবর, ২০১৭ সোমবার
এইউ

Leave a Reply