Home / চাঁদপুর / লঞ্চযোগে চাঁদপুরের পথে হিরো আলম ও মুকুট খোয়ানো মিস ওয়ার্ল্ড
Hero Alom_Avril

লঞ্চযোগে চাঁদপুরের পথে হিরো আলম ও মুকুট খোয়ানো মিস ওয়ার্ল্ড

হিরো আলমের সাথে দেখা গেল মুকুট খোয়ানো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিলকে। দেখা গিয়েছে একটি লঞ্চে।

কেন? বিস্তারিত কিছু না জানা গেলেও এটা জানা গেছে যে একটি নৌবিহারের অনুষ্ঠানে অংশ নিতেই গিয়েছেন এভ্রিল ও হিরো আলম। কিন্তু লঞ্চে কোথায় যাচ্ছেন?

এ বিষয়ে হিরো আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একজন মন্ত্রীর নৌবিহারে আমরা চাঁদপুর যাচ্ছি। এই বিহারের অংশ হিসেবে আমরা আমন্ত্রণ পেয়েছি। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি, এভ্রিল ও মাহফুজ ভাই পারফর্ম করবেন।

হিরো আলম আরও বলেন, এভ্রিলের সাথে আমি আলাপ করেছি। সামনে আমরা একসাথে কাজ করবো। তিনি হেসে সম্মতি দিয়েছেন।

চারশতাধিক মিউজিক ভিডিওর মডেল হয়ে হিরো আলম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা আসেন। তার প্রকৃত নাম আশরুল আলম।

বগুড়ার এরুলিয়ার আলম ইতোমধ্যে চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অন্যদিকে জান্নাতুল নাঈম এভ্রিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন। পরবর্তীতে তথ্য গোপন রাখার দায়ে তিনি মুকুট হারান।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ২০ অক্টোবর, ২০১৭ শুক্রবার
ডিএইচ

Leave a Reply