Home / চাঁদপুর / মুক্তিযোদ্ধা মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে চাঁদপুরে দোয়া

মুক্তিযোদ্ধা মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে চাঁদপুরে দোয়া

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁদপুর জেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূঁইয়ার ৭ম মৃত্যু বার্ষিকীতে শুক্রবার (২১ অক্টোবর) বাদআছর মরহুমের নিজ বাড়ী মধ্য ইচলী ভূঁইয়া বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুর রহমান ভূইয়া, জেলা বিএনপির নেতা রাফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারী ও মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মধ্য ইচুলী জামে মসজিদের খতিব মাওলানা আতিক উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা গাজী আব্দুল গণি, কমিউনিটি পুলিশিং কমিটি অঞ্চল ১২এর উপদেষ্টা আলিম আল রাজি কবির, সাবেক ছাত্রনেতা, নুরুল হায়দার সংগ্রাম, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আব্দুল মোতালেব, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী রবিন, মরহুমের মেজ ছেলে সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, ছোট ছেলে শহর যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান টিটু, ব্যাবসায়ী হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক চৌধুরী ইয়াছিন ইকরাম, মুহাম্মদ আলমগীর, এস এম সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মুক্তিযোদ্ধা ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের এইদিনে ভোর ৫ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ২২ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply