Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / মুক্তিযোদ্ধা শেখ নূরুল ইসলামকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মুক্তিযোদ্ধা নূরুল ইসলামকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা শেখ নূরুল ইসলামকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুর সদর শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের মুক্তিযোদ্ধা শেখ মো. নুরুল ইসলামের দাফন বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে শানে মদিনা জামে মসজিদ ও খানকা শরীফ প্রাঙ্গনে নামাজে যানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

তিনি দীর্ঘদিন যক্ষা, কিডনী, লিভার, ডায়াবেকিটসহ নানা রোগে অসুস্থ হয়ে সর্বশেষ ঢাকা সোহরওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ ইউনিটের কমান্ডার ও নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চাঁদপুর জেলার, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্বাঞ্জলি জ্ঞাপন করেন এবং তার কফিনে জাতীয় পতাকা ও মুক্তি যোদ্ধা সংসদের পতাকা দিয়ে মুক্তি যোদ্ধার সন্মান জানানো হয়।

পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে সালাম জানান এবং এক মিনিট নিরবতা পালন করেন ।

যানাজা নামাজে ইমামতি করেন শানে মদিনা জামে মসজিদের পেশ ইমাম-হাফেজ মোহাম্মদ খালিছুর রহমান।

পরে তাকে পারিবারিক কবরস্থানে তার পিতা-মাতার পাশে চির দিনের জন্য সমাদিত করা হয়।

প্রসঙ্গত, মরহুম শেখ মো. নুরুল ইসলাম আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ শওকতআলীর মেঝো ভগ্নিপতি। জানাজা পূর্বে বক্তব্যে রাখেন, মরহুমের ছোট ভাই মো. শামছু শেখ, সাংবাদিক মোহাম্মদ শওকতআলী ও মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ খালিছুর রহমান।

শুক্রবার (৬ অক্টোবর) বাদ জুম্মা তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদের আয়োজন করা হয়েছে।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ১ : ৩০ এএম, ০৬ অক্টোবর, ২০১৭ শুক্রবার
এইউ

Leave a Reply