Home / চাঁদপুর / মাসুদ মাঝির মুক্তির দাবিতে চাঁদপুর কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মাসুদ মাঝির মুক্তির দাবিতে চাঁদপুর কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ মাঝির মুক্তির দাবিতে চাঁদপুর সরকারি কলেজে শনিবার (২২ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে ।

জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল গাজীর নেতৃত্বে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে কলেজ ছাত্রদল।

বিক্ষোভ মিছিল শেষে কলেজ প্রাঙ্গনেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল গাজী বাহার ।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এইচ শাকিলের পরিচালনায় অনন্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা জুলহাস আহমেদ জুয়েল, চাঁদপুর শহর ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন পাটওয়ারী, চাঁদপুর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফজলুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের নেত্রী মাহমুদা, ছাত্রদল নেতা লুতফর রহমান সজীব, মিন্টু গাজী, মো. মামুন প্রমুখ ।

প্রসঙ্গত, ২০১৪ সালে বিএনপির ঢাকা অবরোধ চলাকালীন সময়ে ঢাকা-চাঁদপুরের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালী-৪ এ পেট্টোল বোমা নিক্ষেপ মামলায় গত ১৬ অক্টোবর চাঁদপুর জেলা ও দয়ারা জজ আদালত জামিন না মঞ্জুর করে মাসুদ মাঝিকে কারাগারে প্রেরণ করে।

: আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ২২ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম

Leave a Reply