Home / শিল্প-সাহিত্য / মাইনুল ইসলাম মানিকের কবিতা শুভ জন্মদিন
মাইনুল ইসলাম মানিকের কবিতা শুভ জন্মদিন
প্রতীকী ছবি

মাইনুল ইসলাম মানিকের কবিতা শুভ জন্মদিন

বাইশ বছর আগে একদিন
সকালের প্রথম আলোয় পৃথিবীর পথে
জন্মের রথে আসে শরতের দেবী।

শাদা শুভ্র কাশফুলে মায়াময় চোখ তুলে
তাকালেন তিনি মায়াবিনী ।
পৃথিবীর শুদ্ধতম প্রেমিকের চোখ তাকে খুঁজেছিলো সহস্র বছর
মানুষের কোলাহলে ত্রস্তহীন যুগলচোখ খুঁজেছে দেবীকে
খোঁজেনি ঈশ্বর।

অতঃপর কালঘুম ভেঙে শারদীয় সৃষ্টির অবয়বে
যতোবার দৃষ্টি ফেরালেন
ততোবার মাতাল হলেন স্বয়ং ঈশ্বর।
অবিরত বাইশটি বছর
গোলাপবৃষ্টি ঝরালেন স্বর্গের উদ্যানে
জাফরানে পূর্ণ হলো সমস্ত নহর
আট হাজার ছত্রিশ দিন
বেজে যাচ্ছে অবিরাম স্বর্গের ভায়োলিন।

স্বর্গের দ্বার খুলে সুরের পেয়ালা তুলে ঢেলেছেন স্বহস্তে কণ্ঠে তার
আর সবটুকু সুধা ছেঁকে দেবীর অঙ্গে মেখে দিয়েছেন
সুখমদির পরিপূর্ণতার।

কণ্ঠ হোক অমলিন চিরদিন পূর্ণ উদ্ভাস
শুভ জন্মদিন, শরতের দেবী, প্রিয় স্বর্ণালী দাস।

: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ২৪ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply