Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে পাগলা কুকুরের উপদ্রবে আতংকে পথচারীরা
Dog
প্রতীকী ছবি

মতলবে পাগলা কুকুরের উপদ্রবে আতংকে পথচারীরা

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার সদরসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মতলব শহরের বিভিন্ন রাস্তা ও মোড়ে দলবদ্ধভাবে পাগলা কুকুরের আনাগোনার কারণে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েছে।

স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন পাগলা কুকুরের ভয়ে আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করছে।

বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছেলে-মেয়েরা এ পাগলা কুকুরের ভয়ে স্কুলে যাতায়াত করতে হিমশিম খাচ্ছে।

ইতোমধ্যে পাগলা কুকুরের কামড়ে পৌরসভার বিভিন্ন এলাকায় শিশুসহ বিভিন্ন বয়সী সাধারণ মানুষ আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ আগস্ট) মতলব নিউ হোস্টেল মাঠে বিকেলে খেলাধুলা করতে আসা ৫/৬ জন শিশু পাগলা কুকুরের কামড়ে আহত হয়।

এছাড়া কলাদী, টি এন্ড টি, ঘোষপাড়া, রিক্সা স্ট্যান্ড এবং দগরপুর, মুন্সিরহাট, ঢাকিরগাঁওসহ বিভিন্ন এলাকায় গত ১৫ দিনে কমপক্ষে ১৫/২০ জন পাগলা কুকুড়ের কামড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে। এমতাবস্থায় পাগলা কুকুর নিধন জরুরী বলে মনে করছেন ভুক্তভোগী পৌরবাসী। পৌর এলকার টি এন্ড টি রোডের বাসিন্দা দেলোয়ার হোসেনসহ বেশ কয়েকজন ব্যক্তি জানান, ভাদ্র মাসে কুকুরের উপদ্রব বৃদ্ধি পায়।

তবে যেভাবে পাগলা কুকুরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

মতলব পৌর সভার ৩নং ওয়ার্ড (মতলব সদর) কাউন্সিলর কিশোর কুমার ঘোষ চাঁদপুর টাইমসকে জানান, ‘কুকুর নিধনে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বর্ষার কারণে কুকুর নিধন করে মাটিতে পুতে রাখার জায়গার সমস্যার কারণে নিধন কার্যক্রম বিলম্বিত হচ্ছে।’

এ ব্যাপারে মতলব পৌর কর্তৃপক্ষ তড়িৎ ব্যবস্থা নিবেন বলে মতলব পৌরবাসী জোর দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ২৮ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply