আহসান হাবীব ১৯১৭ সালের ২ জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশালে ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতা পেশা গ্রহণ করেন। গভীর জীবনবোধ ও আশাবাদ তাঁর কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। তাঁর কবিতায় স্নিগদ্ধা ও পাঠকচিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্ত মানবতার সাপেক্ষ বক্তব্য রেখেছেন।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘রাত্রিশেষ’। এছাড়া ছায়াহরিণ,সারাদুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো তাঁর উল্ল্যেখযোগ্য কাব্যগ্রন্থ । ছোটদের জন্য তাঁর কবিতার বই জোছনা রাতের গল্প ও ছুটির দিনে দুপুরে। রাণী খালের সাঁকো তাঁর কিশোরপাঠ্য উপন্যাস ।
আহসান হাবীব তাঁর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ও একুশে পদক পুরস্কার লাভ করেন । ’দৈনিক বাংলা ’পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে ১৯৮৫ সালের ১০ জুলাই তাঁর জীবনাবসান ঘটে।
সম্পাদনায় : আবদুল গনি
৫ জানুয়ারি ২০১৯
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur