Home / সারাদেশ / কুমিল্লা আ.লীগের বর্ষীয়ান নেতা আফজল খান মারা গেছেন
বর্ষীয়ান নেতা

কুমিল্লা আ.লীগের বর্ষীয়ান নেতা আফজল খান মারা গেছেন

কুমিল্লা ১৪ দলের সমন্বয়ক বর্ষীয়ান রাজনীতিবিদ, মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক বীরমু‌ক্তি‌যোদ্ধা অধ্যক্ষ আফজল খান এড‌ভো‌কেট ঢাকার মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

অধ্যক্ষ আফজল খান মঙ্গলবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি এক মেয়ে তিন ছেলে সন্তানের জনক ছিলেন।

তাঁর বড় মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সংরক্ষিত মহিলা আসনের সংসদসদস্য এবং বড় ছেলে ইমরান খান একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি কুমিল্লা চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট এবং এফবিসিসিআই এর সদস্য।

অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে ইমরান খান জানান, ১৭ নভেম্বর বুধবার বেলা ১১টায় কুমিল্লাস্থ খান বাড়ীতে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ যোহর কুমিল্লা টাউনহল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

গবেষক আহসানুল কবীর জানান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ স্নেহভাজন অধ্যক্ষ অ্যাডভোকেট আফজাল খান ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি ১৯৬৬ সালে তিনি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন, একই বছর ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে একজন রাজনীতিবিদ হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অ্যাডভোকেট আফজাল খান হাতিমারা ক্যাম্পের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর কুমিল্লা শহর আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি শহর আওয়ামী লীগের সভাপতি হন। এর পরবর্তীতে তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। যে কমিটির সভাপতি ছিলেন বঙ্গবন্ধুর সহচর বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট আহমেদ আলী।

অ্যাডভোকেট আফজাল খান ১৯৭৩ সালে কুমিল্লা পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৮ সালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এডভোকেট আফজল খান ১৯৭৮ এবং ১৯৮৪ সালে পৌরসভার চেয়ারম্যান পদে, ১৯৮৬ সালে সংসদ সদস্য পদে, ২০১১ সালে কুমিল্লা সিটি মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ১৪ দলের কুমিল্লা জেলার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গবেষক আহসানুল কবীর জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুমিল্লা এলে অ্যাডভোকেট আহমেদ আলীর বাসায় করতেন এবং এডভোকেট আফজাল খান কে ডেকে এনে তার সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতেন।

আফজল খানের মৃত্যুতে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এমপি, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নূর-উর-রহমান মাহমুদ তানিমসহ বিশষ্ট জনেরা শোক প্রকাশ করেছেন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,১৬ নভেম্বর ২০২১