Home / চাঁদপুর / ফরিদগঞ্জ চর দুঃখীয়া ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

ফরিদগঞ্জ চর দুঃখীয়া ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখীয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাসান আব্দুল হাইয়ের শপথ গ্রহণ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

তাঁকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ।

শপথগ্রহণপূর্ব অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইউনিয়নবাসীর উন্নয়নে সব সময় কাজ করতে হবে। ইউনিয়ন থেকে মাদক মুক্ত করতে হবে। সমাজ থেকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। ইউনিয়নের সম্পদ রক্ষা করতে হবে।জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান , ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু সায়েদ সরকার , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সভাপতি আবুল কাদের পাটওয়ারী সাধারণ সম্পাদক নাজির আহম্মেদসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক

Leave a Reply